ব্যবসায় মানবসেবার বিশেষ একটি দিক হচ্ছে বিক্রীত পণ্য ফেরত নেওয়া। আমরা অনেক দোকানের সামনে বা তাদের কাগজপত্রে লেখা দেখতে পাই, বিক্রীত পণ্য ফেরত নেওয়া হয় না, এর পক্ষে যত যুক্তিই থাকুক; আপনি যদি বিক্রীত পণ্য ফেরত নেন, তাহলে বিরাট বড় সওয়াবের ভাগী হওয়ার পাশাপাশি একটি মানবিক কাজ করলেন। হাদিসে এসেছে, বিক্রীত পণ্য ফেরত নেওয়া; কেয়ামতের দিন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন (সুনানে আবু দাউদ। হা. ৩৪৬০)।

আলোচনা সাপেক্ষে ফেরত নেওয়া হবে।