https://www.kroy-bikroy.com ক্রয়-বিক্রয় বাংলাদেশ-এর নিম্নোক্ত সেলার পলিসি অনুসরণ করা হয়।
বিক্রয়ের জন্য গঠিত কিছু নীতিমালাঃ
১) আমরা আপনার পন্য বিক্রয়ের প্রতিনিধি হতে পারি।
২) প্রতিবার অর্ডার প্রাপ্তির পর আপনার কাছ থেকে পন্য কিনে আমাদের আওতায় নিয়ে এসে এরপর ক্রেতার কাছে দিয়ে দেওয়া।
৩। আমাদের অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে আপনি নিজেই আপনার পন্য বিক্রয় এবং ক্রেতার কাছে পৌঁছাতে পারেন।
আমাদের ওয়েবসাইটে সেলার হওয়ার পদ্ধতিঃ
১। Be a Seller : Apply Now Option থেকে সেলার হওয়ার জন্য পদ্ধতি অনুসরণ করুন।
২। আপনার ড্যাশ বোর্ড থেকে প্রয়োজনে সাপোর্ট টিকেট ওপেন করুন।
৩। বর্তমানে আপনার প্রোডাক্ট গুলো আমাদের ওয়েবসাইট থেকে সেল করতে হলে কোন টাকা দিতে হয় না। ভবিষ্যতে দিতে হতে পারে। আলোচনার মাধ্যমে। ওয়েব সাইটের ডোমেইন, হোস্টিং এর ব্যপার আছে।
৪। পন্য বিক্রয়ের শর্ত (সুনির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে)
ক) পন্যটি মওজুদ ও বিদ্যমান থাকতে হবে।
খ) আপনার মালিকানায় পন্যটি থাকতে হবে।
গ) এই পণ্যের উপর আপনার পূর্ণ কবজা (হস্তগত) থাকতে হবে।
ঘ) পন্য বিক্রয়ের সময় ক্রেতাকে অর্পণে সক্ষমতা থাকতে হবে।
৫) আপনি যে পন্য বিক্রয় করতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে নেই পরে দিবেন । অগ্রিম অর্ডার নিতে চান তাহলেঃ
-> এ ক্ষেত্রে আপনাকে সালাম চুক্তি করতে হবে ক্রেতার সাথে
ক) পন্য পরে দেওয়া হবে।
খ) মুল্য নগদে অর্পণ করতে হবে।
১) পণ্যের পরিমাণ, গুনাগুন, বৈশিষ্ট্য বর্ণনা করা, অর্পণের সময় নির্ধারণ, গ্রহণের পূর্বে অন্য জায়গায় বিক্রি না করা।
গ) অগ্রিম ক্রয়-বিক্রয় চুক্তি
ঘ) ওয়াদা নয়।