অধিকাংশ চাকরি প্রার্থীরা ভাইভা ও প্রাকটিক্যাল এ ফেল করেন , বিগত পি এস সি র সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এর প্রাকটিক্যাল এক্সামে প্রায় ২২৫ জন বাদ পরেছেন বা ফেল করেছেন । আপনি যতই রি টেন এক্সামে ভাল করেন না কেন পি এস সি তে ভাইভা ও প্রাকটিক্যাল এ আলাদা আলাদা পাস করা লাগে।
তা বাদেউ বুয়েট , আই বি এ অথবা সায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে এক্সাম দিতে গেলে ভাইভা ও প্রাকটিক্যাল এ ভাল নম্বর না পেলে তাকে ভাল নম্বর দেওয়া হয় না। বাদ দিয়ে দেয়। তাই আপনাদের ভাল প্রস্তুতির জন্য নিচের বই টি পড়তে পারেন ।